Online Desk
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক ব্রিফিংয়ে এ প্রতিবাদ জানান তারা। সমন্বয়করা বলেন, বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা মব জাস্টিস বন্ধ এবং অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ করা হয়। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঢাবি প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সমন্বয়করা।