দারুস সালামে দুই যুবককে কুপিয়ে হত্যা

নবদেশ‌ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১লা জুন ২০২৫, ০১:০৬ অপরাহ্ণ
ছবি সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।

শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। দুর্বৃত্তরা ওই দুই যুবককে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে যায়।

রাকিবুল হাসান বলেন, দুজন যুবকের মরদেহ রাস্তায় পড়ে আছে। এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে, এটি সকালের ঘটনা। কারা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দারুসসালাম জোনের এডিসি সালেক মোহাম্মদ জাকারিয়া বলেন, নিহত দুজনের পরিচয় পাইনি। বিস্তারিত পেলে জানানো হবে।

কেআর/এমএএইচ/এএসএম