রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৪২টি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোবাইল ফোন এবং ট্যাব উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন চক্রের মূলহোতা মো. মামুন (৪৯) ও তার সহযোগী মো. রিয়াজ (৩৬)।

সোমবার (৫ জুন) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ  এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (৪ জুন) দিনগত রাতে গুলিস্তানের গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে মামুন ও রিয়াজকে ৪২টি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোবাইল ফোন এবং ট্যাবসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন নিজ হেফাজতে রেখে কেনাবেচা করে আসছিল। রাজধানীর একাধিক পয়েন্টে চক্রটির বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয়। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।