বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী থেকে কম্পিউটার চুরির ঘটনায় পলাশ শরিফ নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পলাশ শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটে একতি গাড়িতে তল্লাশি চালিয়ে পলাশ শরিফকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে গোপলগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ২০২০ সালের ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চুরি হয়ে যায় ৪৯টি কম্পিউটার। পরে ১০ আগস্ট বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর তিনদিন পর ১৩ আগস্ট রাজধানীর একটি হোটেল থেকে ৩৪ টি কম্পিউটার উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, যুবলীগের সাবেক এই নেতাকে তার পদ থেকে বহিস্কার করা হয়েছে।