;

পাকিস্তানে ব্যাংক ও পুলিশ স্টেশনে হামলা, ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ব্যাংক ও পুলিশ স্টেশনে হামলা, ১২ সন্ত্রাসী নিহত

ছবি সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান শহরে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা দখলের চেষ্টাকালে সেনাবাহিনীর অভিযানে অন্তত ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত ১৫ জানুয়ারি এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী খারান শহরের পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেডে একযোগে হামলা চালায়। হামলার সময় তারা দুটি ব্যাংক থেকে প্রায় ৩৪ লাখ রুপি লুট করে।

নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পাল্টা অভিযান শুরু করে। তিনটি পৃথক অভিযানে ১২ জন সন্ত্রাসী নিহত হয়। এতে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।

আইএসপিআর আরও জানায়, খারান ও আশপাশের এলাকায় বর্তমানে ক্লিন-আপ বা মপ-আপ অভিযান চলমান রয়েছে। জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) এবং ফেডারেল সরকারের অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, কোয়েটায় এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, অভিযানে ফ্রন্টিয়ার কোরের তিন কর্মকর্তা—কর্নেল ওয়ারদান, মেজর আসিম ও সুবেদার মোহাম্মদ আলী আহত হয়েছেন। প্রাথমিকভাবে ১৪ জন সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও পরবর্তীতে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে খনিজসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলমান রয়েছে। পাকিস্তান সরকার এসব বেলুচ সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে উল্লেখ করে থাকে এবং অভিযোগ করে যে, ভারত এসব গোষ্ঠীকে সহায়তা দিয়ে অঞ্চলটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।