নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ১৯শে জানুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
সিঙ্গুরে আয়োজিত এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণে বাধা সৃষ্টি করে অনুপ্রবেশকারীদের অবাধে প্রবেশের সুযোগ করে দিচ্ছে, যাতে তাদের ভবিষ্যতে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা যায়।
প্রধানমন্ত্রী মোদি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও তাঁর প্রতি ব্যক্তিগত বিরোধের কারণে রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সিঙ্গুরের এই ঐতিহাসিক রাজনৈতিক ভূমি থেকেই মোদি ঘোষণা দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘এক জেলা এক পণ্য’ নীতি চালু করা হবে। এই নীতির মাধ্যমে প্রতিটি জেলার বিশেষ পণ্যকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, মৎস্যজীবী যোজনাসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যে আটকে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, তৃণমূল সরকারের এই উদাসীনতা পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ও সাধারণ মানুষের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন মোদি। তিনি অভিযোগ করেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ‘মাফিয়া-রাজ’ ও ‘সিন্ডিকেট ট্যাক্স’ চালু রয়েছে, যার ফলে রাজ্যে নতুন বিনিয়োগ আসা কঠিন হয়ে পড়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট সংস্কৃতির অবসান ঘটিয়ে নারী নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ‘গ্যারান্টি’ দেন তিনি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিঙ্গুরের জনসভা থেকে মোদি সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান।