;

আমেরিকার কারাগারে বসেই মাদুরো দিলেন ভয়ংকর বার্তা!

আমেরিকার কারাগারে বসেই মাদুরো দিলেন ভয়ংকর বার্তা!

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কারাবন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজের মনোবল অটুট থাকার কথা জানিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা পাঠিয়েছেন। শনিবার(১০ জানুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় মাদুরোর ছেলে নিকোলা মাদুরো গুয়েরা জানান, তার বাবা নিজেকে একজন যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন এবং ভালো আছেন। ভেনেজুয়েলার ক্ষমতাসীন পিএসইউভি পার্টি এই ভিডিওটি প্রচার করেছে যা দেশটির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

গেলো ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে নিউইয়র্কের একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত কেন্দ্রে তাদের রাখা হয়েছে। কয়েক বছর আগে করা মাদক ও সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি পুরোনো মামলায় তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। কারাকাসের প্রাসাদ থেকে নিউইয়র্কের নির্জন কারাগার—মাদুরোর জীবনের এই নাটকীয় পরিবর্তন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

গত সোমবার ম্যানহাটান ফেডারেল আদালতে প্রথম শুনানির সময় মাদুরো দম্পতিকে হাজির করা হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের বিরুদ্ধে কোকেন আমদানি ও ভারী অস্ত্রশস্ত্র রাখার ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। যদিও এই মামলাটি ছয় বছর আগের কিন্তু মাদুরোকে গ্রেপ্তারের পর হঠাৎ করেই বিচারিক প্রক্রিয়ায় গতি ফিরে এসেছে। আদালতের ভেতরে যখন আইন চলছে তখন বাইরে মাদুরো সমর্থকদের বিক্ষোভ ও রাজনৈতিক চাপ বাড়ছে।

কারাগার থেকে আসা এই বার্তাটি ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল ও সমর্থকদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। বিশ্লেষকরা মনে করছেন লোহার দরজার আড়ালে থেকেও মাদুরো নিজেকে একজন বিপ্লবী যোদ্ধা হিসেবে উপস্থাপন করে প্রতিরোধের লড়াই চালিয়ে যাওয়ার সংকেত দিচ্ছেন। এই বার্তাটি কেবল তার ব্যক্তিগত কুশল বিনিময় নয় বরং তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটি কৌশল বলে মনে করা হচ্ছে।