;

জোহানেসবার্গে মিনিবাস–ট্রাক সংঘর্ষে ১৩ স্কুলশিক্ষার্থী নিহত

জোহানেসবার্গে মিনিবাস–ট্রাক সংঘর্ষে ১৩ স্কুলশিক্ষার্থী নিহত

ছবি সংগৃহীত

সাউথ আফ্রিকার জোহানেসবার্গে একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন শিক্ষার্থী। সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটিতে বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী ছিলেন। তবে বাসটিতে মোট কতজন শিক্ষার্থী ছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, সাউথ আফ্রিকায় প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ১১ হাজার মানুষ।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এসব দুর্ঘটনার জন্য অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় যানবাহন চালানোকে প্রধান কারণ হিসেবে দায়ী করেছে।