নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : মঙ্গলবার ২৩শে ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ক্রিকেটপ্রেমীদের কাছে গেদে প্রিয়ান্দানা নামটি এতদিন তেমন পরিচিত ছিল না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৩ ম্যাচ খেলার পরও আলোচনায় আসার মতো কোনো কীর্তি ছিল না তাঁর। তবে আজ সেই অচেনা নামই ঢুকে গেল ক্রিকেট ইতিহাসে। এক ওভারে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার এই পেসার।
বালির উদয়না ক্রিকেট মাঠে আজ শুরু হয়েছে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মধ্যকার আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য এই কীর্তি গড়েন প্রিয়ান্দানা।
টস হেরে আগে ব্যাটিং করে ইন্দোনেশিয়া ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৬৭ রান। জবাবে ব্যাট করতে নেমে কম্বোডিয়া ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১০৬ রান করে। ইনিংসের ১৬তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়ান্দানা।
ওভারের প্রথম তিন বলে পরপর আউট করেন শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনককে—পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলে দেন ডট। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে আরও দুই ব্যাটার মংদারা সক ও পেল ভেনাককে ফিরিয়ে এক ওভারে পূর্ণ করেন পাঁচ উইকেট। পুরো ওভারে মাত্র ১ রান দেন তিনি, সেটিও একটি ওয়াইড থেকে।
প্রিয়ান্দানার বিধ্বংসী বোলিংয়ে কম্বোডিয়া গুটিয়ে যায় ১৬ ওভারে ১০৭ রানে। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে ইতিহাস গড়লেন তিনি।
উল্লেখ্য, ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এর আগে দুবার ঘটেছে। ২০১৩–১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এই কীর্তি গড়েছিলেন আল আমিন। পরে ২০১৯–২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে এক ওভারে পাঁচ উইকেট নেন ভারতের পেসার অভিমন্যু মিঠুন।