;

ভারতেই খেলতে হবে এমন কোনো নির্দেশ আইসিসি দেয়নি: বিসিবি সভাপতি

ভারতেই খেলতে হবে এমন কোনো নির্দেশ আইসিসি দেয়নি: বিসিবি সভাপতি

ছবি সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে—আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত কিছু প্রতিবেদন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

বিসিবি সভাপতি জানান, আইসিসি কখনোই বাংলাদেশকে ভারতে না গেলে পয়েন্ট কর্তন বা ওয়াকওভার দেওয়ার হুমকি দেয়নি। তিনি বলেন, আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

মূলত মধ্যরাতে প্রকাশিত একটি প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে চায়, তাহলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতেই হবে এবং আইসিসি বাংলাদেশের অবস্থান প্রত্যাখ্যান করেছে।

এই দাবির সত্যতা যাচাই করতে বিসিবির একাধিক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আইসিসির পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, “আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যেতে চাইছি না। আমরা আগেই ই-মেইলের মাধ্যমে জানিয়েছি, আমাদের প্রধান উদ্বেগ নিরাপত্তা নিয়ে। গত রাতেও আইসিসি আমাদের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।”

তিনি আরও বলেন, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কেন উদ্বেগ রয়েছে এবং বোর্ড কী কী ঝুঁকি বিবেচনায় নিচ্ছে—সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা খুব শিগগিরই আইসিসির কাছে পাঠানো হবে। সেই ব্যাখ্যার ভিত্তিতেই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে কোনো একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবর সম্পূর্ণ গুজব।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে তারা এখনো আশঙ্কার মধ্যে রয়েছে। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায়, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি।