নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শুক্রবার ২৩শে জানুয়ারি ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়ে দেয়, তারা আগের অবস্থানেই অনড়। অর্থাৎ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।
তবে সিদ্ধান্ত জানানো হলেও ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির কাছে অনুরোধ অব্যাহত রেখেছে বিসিবি। গতকাল বিকেলে আইসিসিকে পাঠানো এক চিঠিতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়।
আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই ডিসপিউট রেজোল্যুশন কমিটি আইসিসির যেকোনো বিতর্কিত বিষয় নিষ্পত্তির দায়িত্ব পালন করে। বিসিবির আশা, তাদের আবেদনে সাড়া দিয়ে আইসিসি বিষয়টি ওই কমিটির কাছে পাঠাবে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সিদ্ধান্ত ও ভেন্যু পরিবর্তনের অনুরোধ নিয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছিল, বাংলাদেশ ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান পরিবর্তন না করলে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। এখন বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের পর পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার বিষয়।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের দুই শহর—কলকাতা ও মুম্বাইয়ে।
এদিকে গতকাল বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভা শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।’