লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ) এর ইউথ অর্গানাইজেশন বাংলাদেশ ইয়ুথ ক্লাব (বিওআইসি) এর পুর্নাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৩ ঘোষণা দেয়া হয়েছে জুলাই ৫ তারিখ, সংগঠনের প্রধান কার্যালয় ধানমন্ডিতে। উক্ত অনুষ্ঠানে ২৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির ২৩ জনের নাম ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম মল্লিক, বাংলাদেশ ইয়ুথ ক্লাব (বিওআইসি) এর উপদেষ্টা শিশির মাহমুদ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

এখানে উল্লেখ্য লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ) ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সংযুক্ত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারিগরি শিক্ষা, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সারা দেশে নৈতিক শিক্ষা বাস্তবায়ন, পুষ্টিকর খাদ্য বিতরণ, দুই টাকার শিক্ষা কার্যক্রম ইত্যাদির মাধ্যমে।

কমিটির যে ২৩ জনের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন :

১. ইমতিয়াজ চৌধুরী – (সভাপতি), ২. শাবনুর আক্তার (স্বপ্ন) – (সহ-সভাপতি), ৩. মাহতাব আব্দুল্লাহ মঞ্জুর – (সাধারণ সম্পাদক), ৪. মমিনুল ইসলাম – (সহকারি সাধারণ সম্পাদক), ৫. সাফি সামি – (সাংগঠনিক সম্পাদক), ৬. মো: আরিফ হোসেন – (সহকারি সাংগঠনিক সম্পাদক), ৭. হাসান আল মামুন – (কোষাধ্যক্ষ), ৮. মাসিয়াত হাসান – (কর্পোরেট ও ব্র্যান্ডিং বিষয়ক সম্পাদক), ৯. আব্দুল্লাহ আল নোমান – (সম্পাদক), ১০. লাবনী আক্তার ঝর্ণা – (জনসংযোগ সম্পাদক), ১১. রাইয়ান রশিদ – (পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক), ১২. মোঃ জাকির হোসেন – (আইসিটি বিষয়ক সম্পাদক), ১৩. অনিক তালুকদার – (অর্থ সম্পাদক), ১৪. মোঃ আলাউদ্দিন – (উদ্যোক্তা বিষয়ক সম্পাদক), ১৫. পূর্বা ঘোষ – (সদস্য কল্যাণ সম্পাদক), ১৬. নওরিন হাসান – (শিক্ষা সচিব), ১৭. আহনাফ হোসেন সোহম – (সংস্কৃতিক সম্পাদক), ১৮. আক্লাকুজ্জামান সাকিব – (ক্রীড়া সম্পাদক), ১৯. এহসান কবির প্রান্ত – (প্রশাসনিক সম্পাদক), ২০. মো: জাহিদুল ইসলাম – (অনুষ্ঠান বিষয়ক সম্পাদক), ২১. হাবিবুর রহমান খান – (সমাজ কল্যাণ সম্পাদক), ২২. মো: সজিবুল আলম সজীব – (কার্যনির্বাহী সদস্য), ২৩. মাহবুবুল আলম সজীব – (কার্যনির্বাহী সদস্য)।