নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২১শে জানুয়ারি ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই কার্যক্রম শুরু হয়। প্রতীক পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামবেন।
প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর সারা দেশে মোট ৩০৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ২৯৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে, যেখানে প্রার্থী সংখ্যা ১৩ জন। অন্যদিকে কয়েকটি আসনে সর্বনিম্ন দুজন প্রার্থী রয়েছেন। তবে এবার কোনো আসনেই একক প্রার্থী নেই।
ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হয়। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৫৮ জন।
ইসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে আয়োজিত এবারের নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।