;

স্কুলে ভর্তিতে বাড়তি ফি, বিনামূল্যের বই পেতেও লাগছে টাকা

স্কুলে ভর্তিতে বাড়তি ফি, বিনামূল্যের বই পেতেও লাগছে টাকা

ছবি সংগৃহীত

রাজধানীর অনেক স্কুলই ভর্তির সময় নানা খাত দেখিয়ে অতিরিক্ত ফি আদায় করছে। এমনকি বিনামূল্যের বই দেওয়ার জন্যও নিচ্ছে টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা আধিদপ্তর বলছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

রাজধানীর অনেক স্কুলই ভর্তির সময় নানা খাত দেখিয়ে অতিরিক্ত ফি আদায় করছে। এমনকি বিনামূল্যের বই দেওয়ার জন্যও নিচ্ছে টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা আধিদপ্তর বলছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের নীতিমালা অনুযায়ী মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে স্কুলগুলো।

রাজধানীর ইকরা বাংলাদেশ স্কুল। ননএমপিও এই প্রতিষ্ঠানটি ভর্তি ফি ১৬ হাজার ৫শ টাকা নির্ধারণ করেছে। এর মধ্যে বইয়ের জন্য নিচ্ছে ২ হাজার টাকা। যেটি পুরোপুরি নীতিমালার লঙ্ঘন।

স্কুল কর্তৃপক্ষ বলছে, তারা বিনামূল্যের বইয়ের বাইরে আরও কয়েকটি বই এবং খাতা দেয়। সেই সঙ্গে স্কুলে হিফজ শাখা চালু আছে। তাই বাড়তি ফি নেওয়া হচ্ছে। আর বিভিন্নভাবে ছাড় দিয়ে নেওয়া হচ্ছে ১২ হাজারের মত টাকা।

ইকরা বাংলাদেশ স্কুলের পরিচালক মঈনুল ইসলাম বলেন, আমরা যেটুকু টাকা নিচ্ছি, এটা অতিরিক্ত বই, ড্রয়ই বুক–এসবের জন্য চার্জ করি।

এরকম অনেক স্কুলেই নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ অভিভাবক নেতাদের। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই। সেই সঙ্গে বিনামূল্যের বইয়ের জন্য টাকা নেওয়া অপরাধ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকারের দেওয়া বিনামূল্যের বইয়ের জন্য কেউ অর্থ গ্রহণ করলে তার বিরুদ্ধে শুধু শাস্তিমূলক ব্যবস্থা না, আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও হাতে সোপর্দ করার বিধান আছে। 

অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ সরাসরি দেওয়ার আহ্বান অধিদপ্তরের।