শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজের প্রথম খেলায় ড্র করে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে বাজে ব্যাটিংয়ের কারণে হেরে যায়। দলের পরাজয়ের পরই কোচ রাসেল ডমিঙ্গোর চাকরি নিয়ে প্রশ্ন উঠে।

দেশের ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে জাতীয় দলের এই দক্ষিণ আফ্রিকান কোচের কোচিংয়ের ধরনটা ঠিক বাংলাদেশ দলের উপযুক্ত নয়।

এ ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল বলেছেন, তিনি কোচ হিসেবে ভালো কি খারাপ, সে আলোচনায় যাব না। তবে একেকজন ব্যাটসম্যানের যেমন ব্যাটিংয়ের একেকটা ধরন থাকে, তেমনি প্রত্যেক কোচের কাজ করার আলাদা ধরন থাকে। কোনোটাকেই ভুল বলা যাবে না। রাসেল ডমিঙ্গো তার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করছেন।