আহমেদাবাদের মোতেরায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামের যাত্রা শুরু হল। ভারত-ইংল্যান্ড একমাত্র দিবা-রাত্রির টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই স্টেডিয়ামটি।

এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। নির্মাণের সময়কাল থেকে এই স্টেডিয়ামের নাম ছিল সরদার ভাই প্যাটেল স্টেডিয়াম। তবে তা এবার পরিবর্তন হয়েছে। দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আগে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন। সেখানে ৯০ হাজার ধারণক্ষমতা ছিল। এদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।

এই স্টেডিয়াম তৈরিতে খরচ হয়েছে প্রায় ৮০০ কোটি রুপি। ৬৩ একর জমিতে নির্মিত হয়েছে এই স্টেডিয়াম। স্টেডিয়ামে ৭৬টি কর্পোরেট বক্স রয়েছে। সেইসঙ্গে ৩ হাজার গাড়ি এবং ১০ হাজার মটরসাইকেল পার্কিংয়ের সুবিধা রয়েছে।

ভারত-ইংল্যান্ড দিবা-রাত্রির টেস্ট দিয়ে এই স্টেডিয়ামের অভিষেক হল। ৪ ম্যাচ টেস্ট সিরিজের বাকি একটি ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজের ৫ ম্যাচ এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।