তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন বাংলাদেশে। আগামী ২০ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুইদল।

এই ওয়ানডে সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে এবং বাকি দুইদলকে বাছাইপর্বে খেলে জায়গা পেতে হবে।

বাংলাদেশ সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দলে প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার না থাকলেও তরুণদের জন্য এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন দলের কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, বিশ্বকাপে কোয়ালিফাই করার শুরুটা এখান থেকে হচ্ছে। এটাই বিশ্বকাপের প্রস্তুতির শুরু। সফরে যারা আছে তারা অন্য কোনো খেলোয়াড়ের জায়গা পূরণ করতে আসেনি। এটা তাদের জন্য বড় সুযোগ দলে জায়গা দখল করার। সব ক্রিকেটারের প্রতি আমার এই বার্তাটাই থাকবে।

তিনি আরও বলেন, এখানে যদি তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট আপনি ভালো করেন তাহলে নিজেকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। সুযোগটা কেবল আপনারই।