;

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো বাংলাদেশির পা

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো বাংলাদেশির পা

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তসংলগ্ন নাফনদী জলসীমায় পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, মোহাম্মদ হানিফ নাফনদীর তীরবর্তী এলাকায় স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি মাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের কারণে আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) খোকন কান্তি রুদ্র বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রোববার (১১ জানুয়ারি) সকালে হোয়াইক্যং এলাকায় মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই দিন সীমান্ত এলাকা থেকে পালিয়ে আসা ৫৩ জন বিদ্রোহীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।