খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। একইসাথে বিদ্যুতের লাইন ছিড়ে পড়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহও।

সকালের ৩০ মিনেটর কালবৈশাখী ঝড়ে গুইমারা উপজেলার ডাক্টারটিলা ও জালিয়াপাড়া সড়কের ওপর বড় গাছ পড়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা থাকে। দুই ঘণ্টার চেষ্টায় সড়ক যোগাযোগ সচল করে ফায়ার সার্ভিসের কর্মীরা। গুইমারা উপজেলায় বিদুৎ বন্ধ আছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সকাল সাড়ে ৮টায় আমাদের কাছে খরব আসে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আমরা চলে আসি। গুইমারা উপজেলার ডাক্টারটিলা ও জালিয়াপাড়া এলাকায় ঝুঁকি নিয়ে দেড় ঘণ্টা সময় ধরে সড়কে ওপর গাছ পড়া-বিদ্যুৎ খুঁটি সরানোর কাজ শেষ করি।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যদের চেষ্টায় সড়ক যোগাযোগ সচল হয়। তবে এখনো অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।