দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের ২৯ জেলায় ১২৯ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জন মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ২ জন, পাবনা, নওগাঁ ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ছিলেন।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনায় ৯ জন, বাগেরহাটের ২ জন, যশোরের ৪ জন, নড়াইলের ৩ জন, ঝিনাইদহের ২ জন, কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ১ জন, মেহেরপুরে ৪ করে মারা গেছেন।

ময়মনসিংহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৯ জন।

অন্যদিকে, সিলেট বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১ জন করে দুইজন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ছিলেন। মৃতদের মধ্যে পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরে একজন করে ৩ জন এবং বরগুনায় দুইজন রোগীর মৃত্যু হয়।

এদিকে, রংপুর বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রংপুরের ২ জন, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরে একজন করে ৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৮০২ জন।

কুমিল্লায় মারা গেছেন ৯ জন। তাছাড়া, টাঙ্গাইলে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ছিলো। আর, ফরিদপুরে করোনায় ১২ জন এবং শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।