করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। অক্সিজেন ও শয্যা সংকট দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। গত ২৪ ঘণ্টায় ১৩ জেলায় ১২৫ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন রাজশাহীর, চারজন নাটোরের, দুইজন নওগাঁর, দুইজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন পাবনার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯ জনের মৃত্যু হয়েছে।

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৭ জন। কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।