করোনাভাইরাসের নতুন হটস্পট এখন খুলনা বিভাগ। আগের রেকর্ড ভেঙ্গে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগে বিভাগগে একদিন সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭০ জনের। খুলনা বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬২ হাজার ৩৪ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৬৫ জন।

সোমবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জন কুষ্টিয়া। এছাড়াও খুলনায় ১৩ জন, যশোরে ছয়জন, ঝিনাইদহে পাঁচজন, মাগুড়ায় একজন, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাটে দুইজন ও মেহেরপুরে পাঁচজন মারা গেছেন।

নতুন শনাক্ত ১ হাজার ৪৭০ জনের মধ্যে খুলনার ২৩৯ জন, বাগেরহাটের ১২১ জন, সাতক্ষীরার ১০২ জন, যশোরের ২৮৬ জন, নড়াইলের ৭০ জন, মাগুরার ৩৪ জন, ঝিনাইদহের ৮৬ জন, কুষ্টিয়ার ২৯২ জন, চুয়াডাঙ্গার ১৫২ জন ও মেহেরপুরে ৮৮ জন।