কোরবানির পশুর চামড়া বিক্রি করা নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। বিশেষ করে ছাগলের চামড়ার কোনো ক্রেতা নেই । যাও গরুর চামড়া বিক্রি হচ্ছে তা ছাগলের চামড়ার দামে।

সাম্প্রতিক কালে ২০১৯ সালে সবচেয়ে নাজুক অবস্থা ছিল চামড়ার দরের। এসময় অনেকে প্রতিবাদে নদীতে চামড়া ফেলে দিয়েছিলেন। নানান বিতর্কের কারণে অনেকে মনে করেছিলেন এবার (২০২০) হয়তো কিছুটা বেড়ে স্বাভাবিক হবে চামড়ার দাম।

গরুর যখন ত্রাহী অবস্থা ছাগলের চামড়া কেউ কিনছে না। অথচ বছর তিনেক আগেও গরুর চামড়া এক হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর খাসির চামড়া ৫০০ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। এখন বড় একটি গরুর চামড়া বিক্রি করেও সে সময়ের খাসির চামড়ার টাকা মিলছে না।