নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ২৬শে জানুয়ারি ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দাঁড়িপাল্লা বিজয়ী হলে নারীদের সমস্যা হবে, এমন উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘নারীদের উসকানি দেওয়া হয় দাঁড়িপাল্লা বিজয়ী হলে সমস্যা হবে কিনা। নারীদের বলা হয়– পাল্লা বিজয়ী হলে এমন পোশাক পরতে পারবেন না, নারীরা উত্তরে বলে, এমন পোশাক পরবো না, তখন যেমন পোশাক তা পরবো। আগে দেশের সংস্কার ও দেশের নিরাপত্তা চায় নারীরা।’
জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘নারীদের জন্য আলাদা বাস সার্ভিস রাখা হবে। ঘরের বাইরে কোথাও গেলে নামাজের, ওয়াশরুমের ব্যবস্থা রাখা হবে। কর্মসংস্থানে ব্রেস্ট ফিডিং সুবিধা রাখা হবে এবং বেবি টেক কেয়ার সেন্টার রাখা হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘উন্নয়নের নামে ৫৪ বছর ধরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে শাসকরা। আগামীতে ক্ষমতায় গেলে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাসহ চাঁদাবাজির নামে যারা বেসরকারি খাজনা আদায় করছে তা আর হতে দেওয়া হবে না। জনগণ ক্ষমতায় যাওয়ার সুযোগ দিলে পণ্যের মূল্য কমাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। বেকারদের জন্য ভাতা নয়, উপযুক্ত সম্মানের কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াত।’
আধিপত্যবাদীদের ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, ‘আধিপত্যবাদীরা চায় না বাংলাদেশ থেকে কেউ আওয়াজ তুলুক, কিন্তু জুলাই তা প্রমাণ করেছে, সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে। ওসমান হাদি, আবরার ফাহাদ, আবু সাইদ বিদায় হলেও, কোটি বিপ্লবীর জন্ম হয়েছে।’