যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার এক ভিডিওতে প্রার্থী হওয়ার ঘোষণা দেন ৮০ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা।

তিন মিনিটের এক ভিডিওতে নির্বাচনে আবারও জিততে পারলে গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এর মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু হলো।

ভিডিওতে বাইডেন বলেন, মার্কিন নাগরিক হিসেবে ব্যক্তি স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া গণতন্ত্রের জন্য লড়াই ও সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা জরুরি।

বিরোধীপক্ষকে নিয়ে বাইডেন অভিযোগ করে বলেন, মার্কিন জনগণের স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে চরমপন্থীরা। তাদের ঠেকাতেই তিনি আবার প্রার্থী হচ্ছেন।

নিজের নেওয়া উদ্যোগগুলো শেষ করার সুযোগ চেয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান প্রবীণ এই নেতা।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক জরিপে দেখা যায়, ৭০ শতাংশ মার্কিন নাগরিক এবং অর্ধেকেরও বেশি ডেমোক্র্যাট মনে করেন, বাইডেনের আর নির্বাচন করা উচিত নয়।

এদিকে এরই মধ্যে আগামী নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ফলে ২০২০ সালের মতো আবারও হতে পারে বাইডেন-ট্রাম্প লড়াই।