জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধু কেন অন্তর্ভুক্ত করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এক রিটের প্রেক্ষিতে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

রিটকারী আইনজীবী জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান একইসঙ্গে উচ্চারিত হয়েছে। একই প্রেরণায় দেশ স্বাধীন হয়েছে, তাই এ দুটি আলাদা কোনো স্লোগান নয়।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। এর আগে, হাইকোর্ট ষোড়শ সংশোধনীর রায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু একই স্লোগান এবং জাতীয় স্লোগান বলে পর্যবেক্ষণ দেন।

২০২০ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে গেজেট প্রকাশ করতে রায় দেয় আদালত।