রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ফার্নিচার কারখানায় বার্নিশ থেকে লাগা আগুনে শিশুসহ দুজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন মিম (৬) ও মো. জহিরুল ইসলাম (৩৩)।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

তাদের নিয়ে আসা শেখ ফরিদ জানান, কামরাঙ্গীরচরের একটি ফার্নিচার কারখানায় মোমবাতি জ্বালানো অবস্থায় মিম আগুনের পাশ দিয়ে দৌড় দিলে মোমের আগুন স্পিরিট-এর উপর পড়ে। এতে স্পিরিটে আগুন লেগে যায়। পরে জহিরুল ওই শিশুর আগুন নেভাতে গেলে তার হাতেও আগুন লেগে যায়। তাদের দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, কামরাঙ্গীরচর থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ দুজন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে মিম নামের শিশুটির শরীরের ২৮ শতাংশ দগ্ধ। জহিরুল ইসলামের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।