পদ্মা নদীতে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়া দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘাটে পারাপারের অপেক্ষায় ২০-৩০টি যানবাহন রয়েছে। অপেক্ষায় থাকা যানবাহনের চালকদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। জরুরি প্রয়োজনে তাদের বিকল্প নৌরুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্রোতের বেগ কমে না কমলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।