মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের বাইরে গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পেন্টাগনের কাছে মেট্রোয় গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই প্রতিরক্ষা দফতর সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়। গোলাগুলিতে কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সিএনএন জানিয়েছে, পেন্টাগনের প্রবেশদ্বারের কাছেই গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় মেট্রোর পাতাল রেলের পরিষেবা সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সি টুইট বার্তায় জানিয়েছে, ট্রানজিট সেন্টারের কাছে গোলাগুলির খবরে লকডাউন করা হয়েছে। আপাতত এই স্পর্শকাতর জায়গা সাধারণকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।