প্রাণঘাতী করোনা প্রতিরোধক টিকা আগামী ৭ আগস্ট থেকে সারাদেশে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার(২৭ জুলাই) করোনা পরিস্থিতিতে করণীয় নির্ধারণে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকা গ্রহণে ইচ্ছুক লোকেরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড নিয়ে ক্যাম্পে গেলেই টিকা দেওয়া হবে।