পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ হওয়ার মুহুর্তে আফ্রিকার দেশ মালির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতাকে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) মালির রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ শেষে তার ওপর এই হামলা চালানো হয়।

আল জাজিরার এক খবরে বলা হয়, হামলার চেষ্টা করা হলেও আক্রমণকারী দুর্বৃত্ত ব্যর্থ হয়েছে। বর্তমানে প্রেসিডেন্টকে বামাকোর বাইরে কাতি সামরিক ঘাঁটিতে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন। এ ঘটনায় তদন্ত চলছে। এদিকে, এএফপির এক সাংবাদিক দাবি করেছেন তিনি ঘটনাস্থলে রক্ত দেখতে পেয়েছেন। তবে সেটি কার তা নিশ্চিত নয়।

প্রসঙ্গত, একমাস আগে মালির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৩৭ বছর বয়সী গোইতা। তবে মাত্র নয় মাসের মধ্যে দু’বার ক্ষমতা দখল করায় ব্যপক সমালোচনার মুখে পড়তে হয়েছে কর্নেল গোইতাকে।