লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাশেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩ টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। আগুনে ২৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, খাশেরহাট বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

লক্ষ্মীপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওয়াসি আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘণ্টা যাবৎ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে আরো সময় লাগবে।