বাতিল হতে যাচ্ছে দেশের শিক্ষার্থীদের প্রচলিত রোল নম্বরের প্রথা। বরাবরের মত চলমান রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদেরকে আইডি নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট কাজ করতে হবে। আসন্ন ২০২১ শিক্ষাবর্ষ থেকেই এটা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে এক অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই তথ্য জানান।

এ বিষয়ে তিনি বলেন, প্রত্যেক শ্রেণিতে যে রোল নম্বর থাকে, রোল নম্বরের যে প্রথা চলে আসছে, এতে অনভিপ্রেত প্রতিযোগিতা হচ্ছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাবের অভাব ঘটে। এই রোল নম্বরের কারণে সবাই সামনে আসতে চায়।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি ২০২১ শিক্ষাবর্ষ থেকে শ্রেণি রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর প্রদান করতে। এতে পুরনো রোল নম্বর প্রথার বিলুপ্তি হবে। আর অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হবে।

পুরো শিক্ষাজীবন এই রোল নম্বর নিয়ে শিক্ষার্থীরা থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক থেকে সব শিক্ষার্থীর ইউনিক আইডি দেওয়া হবে। পুরো শিক্ষা জীবনে সে ওই আইডি নম্বর নিয়ে থাকবে, তাতে তাকে ট্র্যাক করা যাবে, সে ঝরে পড়ছে কি না।