সোমবার (২০ জুলাই) সৌদি আরবের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি।

স্বাভাবিকভাবেই ২২ জুলাই বুধবার থেকে জিলহজ্ব মাস শুরু হবে। এবং ৯ জিলহজ্ব আরাফাতের দিন হবে ৩০ জুলাই এবং ৩১ জুলাই শুক্রবার ঈদুল আজহার প্রথম দিন।

সৌদি আবহাওয়াবিদ আব্দুল আজিজ আল হুসাইনী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও আল কাসিম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুসনাদ ও এ বিষয়টি নিয়ে নিজের সম্মতি প্রকাশ করেছেন।

যদিও সৌদির হাইকোর্ট এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি। তবুও এমনটিই হওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়াও উম্মুল ক্বুরা থেকে প্রকাশিত ক্যালেন্ডারেও এমনই বলা হচ্ছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে এবারের পবিত্র হজ্ব সীমিত আকারে আয়োজন করছে সৌদি আরবের হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়। সৌদি এবং সৌদিতে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের বাছাইকৃত ১০ হাজার হাজ্বী এবারের হজ্বে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন।