দখলকৃত কাশ্মীরে তিন স্বাধীনতাকামী যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী। তাদের দাবি, দুই পক্ষের বন্দুকযুদ্ধে ওই তিনজন মারা যান।

শনিবার (১৮ জুলাই) ভোরে কাশ্মীরের সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়,

শনিবার আমশিপোরা এলাকায় তল্লাশি শুরু করে ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী ও দখলকৃত কাশ্মীর পুলিশ। ভারতীয় বাহিনীর দাবি, নির্ভরযোগ্য সূত্রে ওই এলাকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল তারা। তবে তল্লাশি শুরু হতেই তাদের ওপর হামলা চালানো হয়। এতে দুপক্ষের গুলাগুলিতে ৩জন স্বাধীনতাকামী নিহত হন।

কাশ্মীরের কুলগ্রামে ভারতীয় বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়েশ-ই মুহাম্মাদ এর শীর্ষ কমান্ডারসহ তিনজন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় তিনি স্বাধীনতাকামী যোদ্ধাকে হত্যা করা হয়।