বিশ্বের ক্ষমতাধর নারীদের যে তালিকা করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস, তাতে ৩৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ৮ ডিসেম্বর, মঙ্গলবার ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩০ দেশের গুরুত্বপূর্ণ নারীরা এই তালিকায় স্থান করে নেন।

একই তালিকায় আগের বছর ২৯তম স্থানে ছিলেন শেখ হাসিনা। তার আগের বছর ছিলেন ২৬তম স্থানে। টানা দশমবারের মতো তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

এবারের তালিকায় ৩৯তম স্থানে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, জনগণের খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় গুরুত্ব দিচ্ছেন চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা। ‘শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে’।

এ বছর এই তালিকায় স্থান পাওয়াদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের পাঁচজনও এসেছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথমবারের মতো তালিকায় ঠাঁই পেয়েই তৃতীয় স্থানে উঠে এসেছেন। তিনিসহ এবারের তালিকায় নতুন মুখ রয়েছে মোট ১৭ জন। তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যগার্দে। চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ান। মার্কিন ধনকুবের বিল গেটসপত্নী মেলিন্ডা গেটস আছেন তালিকার পঞ্চম স্থানে।

এছাড়া ষষ্ঠ স্থানে রয়েছেন জেনারেল মোটরসের সিইও ম্যারি বেরা, সপ্তম স্থানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, অষ্টম স্থানে স্যান্টান্ডার গ্রুপের নির্বাহী চেয়ারম্যান অ্যানা পেট্রিসিয়া বোটিন, নবম স্থানে ফিডারলিটি ইনভেস্টমেন্টস’র সিইও অ্যাবিগেইল জনসন এবং দশম স্থানে রয়েছেন অ্যানথেম’র সিইও গেইল কোজিয়ারা বউদ্রেক্স।