নিজের হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে প্রসুতির মৃত্যুর অভিযোগের দায়ের করা মামলায় নিজেকে জড়ানো সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছেন গণস্বাস্থ্য নগর হাসপাতলের ট্রাস্টি ডা. জাফরুলাহ চৌধুরী।

দায়ের করা মামলার প্রতিক্রিয়া জানতে চাইলে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে তিনি বলেন, আমি হাসপাতালের একজন ট্রাস্টি। হাসপাতালে চিকিৎসক বা তাদের যারা পরিচালক আছেন তারা এগুলো সব সময় দেখভাল করেন। তবে ঘটনাটি অবশ্যই আমরা তদন্ত করবো।

দেশের রাজনীতিতে বেশ আলোচিত এই বুদ্ধিজীবী বলেন, সরাসরি যুক্ত না থাকার পরেও আমার নাম মামলায় আসাটা সম্পূর্ণ অযৌক্তিক। হয়তো তাদের ধারণা, আমার নাম জড়ালে মিডিয়ায় আসতে পারবে। তাই দিয়েছে।

এর আগে নাসরিন আক্তার নামে এক প্রসূতীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার তার স্বামী এস এ আলম সবুজ বাদী হয়ে আদালতে মামলায় দায়ের করেন। মামলায় আসামি করা হয় গণস্বাস্থ্য নগর হাসপাতালকে।

এছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন, হাসপাতালটির চিকিৎসক নাসরিন, শওকত আলী আরমান, গাইনি বিশেষজ্ঞ দেলোয়ার হোসেন ও সেবিকা শংকরী রানী সরকার।