বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ারকর্মীসহ ৮ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গৌরনদী বন্দর রিকশা স্ট্যান্ডের কাছে সদর রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর রিকশা স্ট্যান্ডের কাছে সদর রোডের পাশে বাদশা খলিফা ওরফে বাদশা মেম্বারের লেপতোষক তৈরির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ২০-২৫ ফুট উচ্চতায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর মধ্যেই অগ্নিকাণ্ডে মন্ডল স্টোর, গৌরনদী ভ্যারাইটিজ, আনিকা টেলিকম, মনির টেলিকম, বাদশা বডিং স্টোর, অহনা ইলেকট্রনিক্স,  তালহা হার্ডওয়ার, মৌ হার্ডওয়ার, হাওলাদার ট্রেডার্স, মা মেডিকেল হল, সেকেন্দার বয়াতির টিনের আড়ত, আবু বারেক ও আক্তার মোল্লার মুদি দোকানসহ ১৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকর্মী অরিফুর রহমান, সাব্বির মোল্লা, আব্দুস সালাম, রেজাউল করিম, ব্যবসায়ী নজরুল ইসলাম, দুলাল, বাদশা খলিফাসহ ৮ জন আহত হন।

গৌরনদী ফায়ার স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে  ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাদশা মেম্বারের লেপতোষক তৈরির দোকানের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত ১৩টি দোকানের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।