নেতানিয়াহুর বেআইনি কর্মকাণ্ড আর কোনো সহ্য করা হবে না—এরদোগানের হুঁশিয়ারি

নবদেশ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই জুন ২০২৫, ০২:০৬ অপরাহ্ণ
ছবি সংগৃহীত

ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে, বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল সোমবার (১৬ জুন) তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন এরদোয়ান।

তিনি অভিযোগ করেন, বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে ইসরায়েল, যা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন এরদোয়ান।

উল্লেখ্য, শুক্রবার থেকে চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির। অন্যদিকে তেলআবিবের হামলায় আড়াইশ’রও বেশি মৃত্যু হয়েছে ইরানে।