ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আদেশের জন্য বুধবার দিন ধার্য রয়েছে।

বুধবার(৩০ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত মামলার বিষয়ে আদেশ দেবেন।

মঙ্গলবার(২৯ ডিসেম্বর) রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর অবৈধ দোকানকে বৈধতার কথা বলে টাকা নেয়ার অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ মোট ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সভাপতি দেলোয়ার হোসেন দুলু।

এর আগে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঐ মার্কেটে তিনটি ব্লকে নকশাবহির্ভূত ৯১১টি দোকান ছিল। এসব দোকান গত ৮ ডিসেম্বর ডিএসসিসির কর্মকর্তারা উচ্ছেদ করতে গেলে কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সাথে সংঘর্ষ হয়। এরপর শুরু হয় উচ্ছেদ অভিযান এতে প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা সম্পন্ন হয়।

এসময় ক্ষতিগ্রস্ত দোকানিরা অভিযোগ করে বলে নকশাবহির্ভূত দোকানের বৈধতা পাওয়ার জন্য তারা সাবেক মেয়র সাঈদ খোকনকে কয়েক কোটি টাকা দিয়েছেন।