সারা দেশের প্রত্যেক ইউনিয়নকে মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসার জন্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনের সভায় সভাপতিত্ব কালে এ নির্দেশ দেন তিনি। এই সভায় প্রধানমন্ত্রী ভিডিও কনফরেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী বলেন, সারা দেশের প্রত্যেক ইউনিয়নের আবাদী কৃষি জমি আরো উন্নত করার কথা বলেন, সেই সাথে কোন কৃষি জমি যেন অহেতুক পড়ে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে বলেছেন। তিনি আরো যোগ করে বলেন , প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যে ইকোনমিত জোন রয়েছে তা আরো বাড়াতে হবে। তাহলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী দেশে কর্মসংস্থান তৈরি করতে বলেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেন দেশের যুবকরা যেন দেশেই কাজ করতে পারে। তাদের যেন বিদেশে যেতে হয়, সেই ব্যবস্থা করতে বলেছেন।’