ভারতে কাজ করা বাংলাদেশির লাশ মিলল সীমান্তবর্তী নদীতে!

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তঘেঁষা নাগর নদী থেকে রাজু মিয়া (১৮) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাজু হরিপুর উপজেলার তুলাদিঘি গ্রামের রফিক মিয়ার ছেলে। হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, রাজু মিয়া ভারতের পাঞ্জাবের একটি ইটভাটায় কাজ করতেন। ভারত থেকে ফেরার পথে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। লাশ গলে যাওয়ায় শরীরে গুলির আঘাত আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।