স্বাস্থ্যবিধির প্রতি গুরুত্ব দিয়ে সকলকে ঈদ উদযাপন করতে আমজাদ হোসেন খোকন’র অনুরোধ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুঁশি। ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বস্তরের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলে ও বেশী বেশী দোয়ার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপনের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মহাজোট শরিক বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের যুব বিষয়ক সম্পাদক(ঢাকা মহানগর) এবং লেটস গো-অন ফাউন্ডেশন “এলজিএফ” এর সহ-সভাপতি, বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর সহ-প্রতিষ্ঠাতা, সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির সদস্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান “স্বপ্ন স্কুল” এর প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী সদস্য ও “বন্ধন”(স্বেচ্ছায় রক্তদান) এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য জনাব আমজাদ হোসেন খোকন। এই ঈদ উপলক্ষ্যে তিনি এই প্রতিবেদককে জানান ‘ঈদুল ফিতর' দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ–উল–ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এর পাশাপাশি ফিলিস্তিনের আল আকসা মসজিদে তারাবি নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমগ্র মুসলিম উম্মাদের জন্য দোয়া রইলো আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। করোনা ভাইরাসের মত একটা শক্তিশালী দুর্যোগের সামনে দাড়িয়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। তাই কেনাকাটা, ঘুরাঘুরি, বেড়ানো, হই হুল্লোড় পরিহার করে আসুন সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি ও সতর্ক থাকি এবং আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করতে সকলকে অনুরোধ জানাচ্ছি’।