;

সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের বাড়তি কষ্ট হবে না: রুমিন ফারহানা

সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের বাড়তি কষ্ট হবে না: রুমিন ফারহানা

ছবি সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়বেন এবং অনেক উপদেষ্টা বিদেশে চলে যাবেন। এতে দেশ গভীর অনিশ্চয়তায় পড়বে।

সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির পর তিনি আর দায়িত্বে থাকতে চান না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা সম্ভব নয়।

রুমিন ফারহানা আরও দাবি করেন, উপদেষ্টাদের অনেকেই দ্বৈত নাগরিকত্বধারী হওয়ায় তাদের জন্য ‘সেফ এক্সিট’ খুঁজতে খুব বেশি কষ্ট করতে হবে না। তারা সহজেই দেশের বাইরে চলে যেতে পারবেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক ব্যর্থতায় আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার সাহস পাচ্ছে। ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে তাদের মিছিল বড় আকারে হচ্ছে, যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।