পুলিশে আমূল পরিবর্তন আনতে হবে : বাঁধন

নবদেশ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই জুন ২০২৫, ০৬:০৬ অপরাহ্ণ
আজমেরী হক বাঁধন।

পুলিশের ওপর ক্ষোভ ঝাড়লেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ অভিনেত্রীর মতে, বাংলাদেশ পুলিশ তার জীবনে অনেক বড় ক্ষত দিয়েছে। নতুন দেশ গড়তে পুলিশের অনেক বড় পরিবর্তন দরকার।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে এসব কথা বলেন বাঁধন।

এ অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমি খুব ক্ষিপ্ত ছিলাম, খুবই বিরক্ত ছিলাম। মানে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। এটা আমি বলছি ২০১৪ সালের কথা। আমার জীবনে যদি সবচেয়ে ভয়ংকর কোনো ক্ষত থাকে তার মধ্যে সবচেয়ে বাজে এই ক্ষতটা, যা আমাকে বাংলাদেশ পুলিশ দিয়েছে।

পুলিশের পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে বাঁধন বলেন, ‘আমাদের আসলে বাংলাদেশ পুলিশে আমূল একটা পরিবর্তন আনতে হবে। কারণ, তাদের ভেতরের শৃঙ্খলা বা তাদের নীতি সব কিছুই প্রশ্নবিদ্ধ। ওই জায়গা থেকে তাদের আসলে সরে আসতে হবে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তাদের ভূমিকা ভীষণভাবে বিতর্কিত এবং লজ্জাজনক।

আর এখন যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মব কালচার, নারীদের হ্যারাস করা হচ্ছে, বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, ৩২ নাম্বার ভেঙে দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে আমি তাদের উল্লেখযোগ্য ভূমিকা দেখি নাই।’