গরমে যেসব রঙের পোশাক পরলে আরাম পাবেন

নবদেশ‌ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১১ই মে ২০২৫, ০৫:০৫ অপরাহ্ণ
ক্যাপশন নেই

গরমের আছে নিজস্ব কড়া ভাষা। আবহাওয়া দিয়েই বলে দিচ্ছে সকাল থেকে রাত কীভাবে যাপন করবেন। নিয়মের নড়নচড়ন হলেই পড়তে হচ্ছে অস্বস্তিতে। ঋতু অনুযায়ী পোশাক বেছে নেওয়াটা তাই খুবই গুরুত্বপূর্ণ। পোশাকের রং আর নকশাও এখানে জরুরি বিবেচ্য। এ সময় দিনের পোশাকের রং হবে এক রকম, রাতের আরেক। তবে কিছু রং আছে, যেগুলো যেকোনো সময়ই মানিয়ে যাবে। যেমন প্যাস্টেল ধাঁচের রংগুলো চোখের আরাম আর মনের প্রশান্তি—দুটোই দেবে।

এ বছর বিশ্ব ফ্যাশনে হালকা ও গাঢ় রঙের প্যালেট বেছে নেওয়া হয়েছে। আছে বাটার ইয়েলো, গোলাপির নানা হালকা শেড, আইসি ব্লু, মোকা মুজ, চেরি রেড, সোনালি, রুপালি ইত্যাদি রং। আমাদের দেশের পটভূমিতে চিন্তা করতে গেলেও হালকা রঙের নকশাই এখন ঘুরেফিরে দেখা যাবে। গাঢ় রঙের পোশাক পরলেও সেটার উপকরণ হতে হবে পাতলা বা হালকা। মসলিন, জামদানি, অরগানজা, সুতি বা খাদির পোশাকে দাওয়াতে বা সারা দিন থাকা যাবে ফুরফুরে মেজাজে, স্নিগ্ধতায়।

 

আপসাইক্লিং করা সুতির পোশাক

আপসাইক্লিং করা সুতির পোশাকমডেল হয়েছেন অভিনেত্রী রুনা খান, পোশাক: আফসানা ফেরদৌসী, সাজ: অরা বিউটি লাউঞ্জ, স্থান কৃতজ্ঞতা: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, গয়না: দ্য জুয়েলারি প্যালেস, ছবি: কবির হোসেন

এটি একটি আপসাইক্লিং করা সুতির পোশাক। কাপড় কাটার পর যেসব অতিরিক্ত টুকরা থেকে যায়, সেগুলো জোড়া লাগিয়ে এটি তৈরি করা হয়েছে। এ বছরের বেশ কয়েকটি রং পোশাকটিতে চলে এসেছে। এই পোশাকের রঙের বিন্যাসের মাধ্যমে মাটি ও পানির মধ্যকার একটি আন্তরিক সংযোগ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। লক্ষ করলে দেখা যাবে, যেন নদী বা সাগরের পাড়ের হালকা শুকনো রং থেকে ভেজা মাটির রং, তারপর ধীরে ধীরে পানির নীল ছায়া—হালকা নীল থেকে গভীর নীল এবং শেষে আকাশের দিকে ছড়িয়ে পড়ে। এই পোশাকে সেই প্রাকৃতিক সম্পর্ক এবং স্তরগুলোর একধরনের বিন্যাস তুলে ধরা হয়েছে

এই পোশাকের রঙের বিন্যাসের মাধ্যমে মাটি ও পানির মধ্যকার একটি আন্তরিক সংযোগ তুলে ধরার চেষ্টা করা হয়েছেমডেল হয়েছেন অভিনেত্রী রুনা খান.