ঢাকার আড়াইলাখ বাড়িওয়ালা ভাড়াটিয়া হারিয়ে বিপাকে

Anonymous
প্রকাশিত: শনিবার ২২শে মার্চ ২০২৫

ঢাকা শহর ছেড়ে অনেক ভাড়াটিয়া গ্রামসহ অন্যত্র চলে যাওয়ায় সংকটে আছেন মধ্যবিত্ত শ্রেণির দুই লাখ ৪০ হাজার বাড়িওয়ালা। তাদের বাড়ির ভাড়াটিয়ারা ছিলেন মধ্যবিত্ত। বেশির ভাগই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা লোক। চাকরি হারিয়ে তারা বাসা ছেড়ে গ্রামে চলে গেছেন বা রাজধানীর আশপাশে কম ভাড়ায় বাসা নিয়েছেন।  মধ্যবিত্ত চাকরিজীবী ও মাঝারি ব্যবসায়ীরা তাঁদের সারাজীবনের সঞ্চিত অর্থে অল্প পরিমাণ জায়গা কিনে বাড়ি নির্মাণ করেছেন, কারো কারো ব্যাংক ঋণ নিতে হয়েছে। অনেকেই পারিবারিক সূত্রে জায়গার মালিক হয়ে বাড়িওয়ালা হয়েছেন। ভাড়াটিয়া চলে যাওয়ায় তারা বিপাকেই পড়েছেন বলে জানা গেছে।  দেশে উদ্ভূত করোনা পরিস্থিতিতে ঢাকা ছাড়ছে মানুষ। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত শ্রেণির বাড়িওয়ালারা।