ছাত্রলীগকে অসহায়দের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Anonymous
প্রকাশিত: শনিবার ২২শে মার্চ ২০২৫

করোনা দুর্যোগে কৃষক ও অসহায় দুস্থদের পাশে দাঁড়াতে ছাত্রলীগ ও যুবলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা দুর্যোগে দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে দেশের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোগের ভেতর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ। কৃষকদের এখন ধান কাটার সময় এসে গেছে। ইতিমধ্যে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। অনেক জায়গার তারা কৃষকদের ধান কেটে দিচ্ছে। একইভাবে করোনাভাইরাসের কারণে অসহায় দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে আমি ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘করোনার কারণে এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কিন্তু ধান কাটার জন্য কৃষকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। তাই তারা যাতে প্রয়োজনমতো জমিতে যেতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’