Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
২০১৯ সালেই বলিউড তারকা দম্পতি আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদ হয়েছিল খবর বেরিয়েছে। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। ওই রিপোর্টে বলা হয়, আমির ও কিরণ ২০১৯ সাল থেকেই মানসিকভাবে একে অপরের থেকে দূরে সরে গিয়েছিলেন। খাতা কলমে না হলেও মন থেকে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এছাড়া ‘দঙ্গল’ ছবির সহঅভিনেত্রী ফাতিমা সানা শেখকে বিয়ে করার গুজবও সত্যি নয়। বিবাহ রীতির থেকেই মন ও বিশ্বাস চলে গেছে দুই তারকার। আলাদা করে কোনো সমস্যা দেখা দেয়নি তাদের মধ্যে। তারা এখনও আগের মতোই ভালা বন্ধু রয়েছেন। প্রসঙ্গত গত ৩ জুলাই বিবৃতি জারি করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন অভিনেতা আমির খান এবং পরিচালক কিরণ রাও। তারা বিচ্ছেদের সিদ্ধান্ত হুট করেই নেননি। সময় নিয়ে পরিকল্পনা করেই দাম্পত্য জীবন থেকে বেরিয়ে এসেছেন তারা।