সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের এক‌টি ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক সরকারি আশ্রয়কেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।

ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।